প্রেস বিজ্ঞপ্তি: বিয়ানীবাজার উপজেলার কাকরদিয়া তেরাদল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন স্যার(৫৪) আজ (৭ই মার্চ) বিকালে তাঁর সিলেটস্থ বাসভবনে ইন্তেকাল হইয়াছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
নিজাম উদ্দিন স্যার একজন সৎ, সহজ সরল, ভদ্র, অমায়িক এবং ধার্মিক মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে শিক্ষা পরিবার হারালো একজন গুনি মানুষকে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে এবং অসংখ্য ছাত্র ছাত্রী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখেগেছেন। তিনি দীর্ঘদিন যাবত দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
বাংলাদেশ শিক্ষক সমিতি বিয়ানীবাজার শাখা ও বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ- এর পক্ষ থেকে নিজাম উদ্দিন স্যারের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করা হয় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। শিক্ষক নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ যেন শোকাহত পরিবারের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করেন।
বিবৃতিতে স্বাক্ষর করেন বাংলাদেশ শিক্ষক সমিতি বিয়ানীবাজার শাখার সভাপতি আব্দুদ দাইয়ান, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ-এর সভাপতি মোঃ আতাউর রহমান ও সচিব অসীম কান্তি তালুকদার।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯