পঞ্চখণ্ড আই ডেস্ক : আজ দাসউরা উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত শহীদ মিনারে ২০২৫-এর ২১ ফেব্রুয়ারী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দাসউরা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষকমণ্ডলী, ম্যানেজিং কমিটির সাবেক ও বর্তমান সদস্যগণ র্যালি দিয়ে বিদ্যালয়ের নব নির্মিত শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। এ বিদ্যাপীঠের জন্য আজ এক ঐতিহাসিক দিন। ১৯৬৮ সনে বিদ্যালয় প্রতিষ্ঠিত হবার ৫৬ বছর পর ২০২৫-এর ২১ ফেব্রুয়ারী নবনির্মিত শহীদ মিনারে আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ সময় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান, এসএমসি সাবেক সভাপতি নজমুল ইসলাম, সাবেক শিক্ষানুরাগী সদস্য আব্দুল হান্নান, এডহক কমিটির সদস্য মোঃ আব্দুস সবুর, সাবেক অভিভাবক সদস্য মোঃ এবাদুর রহমান, শরীরচর্চা শিক্ষক মিঃ আনিসুর রহমা, মি: শাহাবুদ্দীন, মি: গুরুধর, মি: নজরুল ইসলাম, মজনুর রহমান, মি: সোহেল রানা, মিঃ মাইদুল ইসলাম, আব্দুস সামাদ অপু ও ছাত্রছাত্রীরা।
এদিকে একুশের মাসে বিয়ানীবাজার উপজেলার দাসউরা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে গতকাল দিনব্যাপি ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে দেয়া সমাপনী ভাষণে প্রধান শিক্ষক আতাউর রহমান বলেন, জীবন একটি প্রতিযোগিতার ক্ষেত্র। যেখানে নিজেকে তৈরি করতে হয় প্রতিযোগিতার মধ্য দিয়ে। তিনি আরও বলেন, ভাষার মাস ফেব্রুয়ারি। একুশ আমাদের বিশ্বাসের তরু এবং বিজয়ের ছাড়পত্র। সেই বিশ্বাস থেকে ক্রীড়া-সংস্কৃতি জীবন ধারণের অন্যতম এক মৌলিক বিষয়। ক্রীড়া-সংস্কৃতি দেশে-দেশে, জাতিতে-জাতিতে, গ্রামে-গ্রামে ঐক্য গড়ে তুলেছে। একে অপরকে ভালোবাসতে শিখিয়েছে। তাই দৈনন্দিন কাজের পাশাপাশি শরীর ও মন ভালো রাখার জন্য খেলাধুলা করা অত্যন্ত উপযোগী।
ফেব্রুয়ারি মাসের ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবের প্রথম পর্বে আলোচনা সভার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার শ্রেষ্ঠ গুণী প্রতিষ্ঠান প্রধান ও দাসউরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান। এতে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মো: মজির উদ্দিন, এসএমসির সদ্য সাবেক সভাপতি এম নজমুল ইসলাম, আজীবন দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী মো: লুৎফর রহমান, এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি আব্দুছ সবুর, প্রাক্তন অভিভাবক সদস্য মোঃ শরিফ উদ্দিন।
উৎসবের ক্রীড়া ইভেন্টের আহবায়ক মুহাম্মদ আনিছুর রহমান-এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ মিছবাহ উদ্দিন ও শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন মো: নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক শাহাবুদ্দীন, সহকারী শিক্ষক মাইদুল ইসলাম, সোহেল রানা, মজনুর রহমান, গুরুধর, মৌলানা লোকমান হোসেন, লূৎফা বেগম, হেপি বেগম, মাহবুব হোসাইন, রূপক দাস, আব্দুস সামাদ অপু প্রমুখ।
শিক্ষার্থীদের পক্ষে ১০ম শ্রেণির শিক্ষার্থী মো: তারেজ আহমদ, সোনিয়া আক্তার সৌরভী, এসএসসি পরীক্ষার্থী মাহিয়া আক্তার সাথী, তাফসিনা আক্তার, রাফিদ হোসেন ।
উক্ত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সহযোগিতা প্রদানের জন্য যুক্তরাজ্য কমিউনিটি নেতা ও আজীবন দাতা সদস্য আশিকুর রহমান, আজীবন দাতা সদস্য লুৎফর রহমান, এসএমসির সাবেক সভাপতি মোঃ নজমুল ইসলাম, নবাগত অভিভাবক সদস্য ডা: আব্দুছ সবুর ও রোটারিয়ান ফয়জুল ইসলাম সুজেল-কে বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
দ্বিতীয় অধিবেশনে সহকারী প্রধান শিক্ষক মো: মিছবাহ উদ্দিন এর সভাপতিত্বে ইভেন্ট আহবায়কগন সহযোগীদের নিয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। একইসাথে শিক্ষকমণ্ডলী ও অতিথিগনকে ‘ফিল্ড অফ কালচার এণ্ড স্পোর্টস অর্নার’ গিফট প্রদান করা হয়।
এ সমাপনী উৎসবে দাসউরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী
শিল্পীবৃন্দ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য ও সংগীত পরিবেশন করে।
এছাড়াও অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করে ৯ম শ্রেণির শিক্ষার্থী মাহমুদা আবেদীন ও গীতা পাঠ করে ১০ম শ্রেণির ছাত্রী পড়শী রাণী দাস।