1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন

বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনে শ্রেণিকার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন

প্রধান প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

প্রধান প্রতিবেদক : বিয়ানীবাজার পৌরশহরের কেন্দ্রস্থলে সময়ের প্রয়োজনে ২০২১ সনে প্রতিষ্ঠিত বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয় আজ থেকে নিজস্ব ঠিকানায় ২৪৫জন ছাত্রছাত্রীদের শ্রেণিকার্যক্রম শুরু করেছে।

বিয়ানীবাজারের দেশি-প্রবাসীদের অর্থায়নে প্রায় ৩০ লাখ টাকা খরচে বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন নির্মিত হয়।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের নির্মিত একাডেমিক ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত আহবায়ক নুরুল আলম সেলিম। প্রধান অতিথি হিসেবে উদ্বোধক ছিলেন নর্থ ইস্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মো. মনোজ্জির আলী।

ভূমিদাতা ডা: আবু ইসহাক আজাদ ও সালেহ আহমদ শাহিন-এর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার গোলাম মুস্তাফা মুন্না, সম্মানিত অতিথি ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার ক্যান্সার এণ্ড জেনারেল হাসপাতাল ফাণ্ডেশনের সিইও মোহাম্মদ সাব উদ্দিন, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজ এর অধ্যক্ষ মুজিবুর রহমান, ভূমিদাতা আলহাজ্ব বাজিদুর রহমান, পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাসিব জীবন, দাসউরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলামিস্ট মো. আতাউর রহমান, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জিয়া উদ্দিন আহমদ, ঘুঙ্গাদিয়া বড়দেশ বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মইনুদ্দিন, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কান্তি তালুকদার।

শুভেচ্ছা বক্তব্য রাখেন উদ্বোধনী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই, উদ্যোক্তা আহমদ মহসিন বাবর, ভূমিদাতা আলী আহসান, প্রভাষক ফয়সাল আহমদে, গুলজার আহমদ রাহেল, ইঞ্জিনিয়ার রাসেল আহমদ, গিয়াস উদ্দিন, প্রবাসী নুরুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন অত্র প্রতিষ্ঠান বাস্তবায়ন কমিটির সচিব সাহেদ আহমদ ও বিদ্যালয়ের ২৮ জন ভূমিদাতা ও ১৭ জন আজীবন দাতা সদস্যগনের নামের তালিকা পাঠ করে শোনান উদ্যোক্তা সদস্য আব্দুল বাসিত টিপু। একইসাথে বিয়ানীবাজার পৌরসভার সাবেক মেয়র ও বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয় বাস্তবায়ন কমিটির আহবায়ক আব্দুস শুকুর অনলাইনে সবাইকে শুভেছা জানান।

এছাড়াও উপস্থিত ছিলেন ভূমিদাতা আবু আহমদ সরোয়ার, প্রবীন মুরব্বি আহমদ রাজা, প্রধান শিক্ষক জলঢুপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, দক্ষিণ মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ললিত মোহন বিশ্বাস, মাথিউরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নইম উদ্দিন, বিদ্যালয়ের উদ্যোক্তা সদস্য ও অর্থ কমিটির সদস্য হাসান আহমদ, প্রবাসী মুমিনুল ইসলাম লিমন, রোটারিয়ান কামাল হোসেন প্রমুখ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট