প্রেসবিজ্ঞপ্তি: বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ে ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
সম্প্রতি বাংলাদেশ শিক্ষক সমিতি, বিয়ানীবাজার শাখার সহ-সভাপতি ও নালবহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বেলাল আহমদকে সভাপতি করে কুড়ারবাজার উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট এর চেয়ারম্যানের পক্ষে গত ১৩ ফেব্রুয়ারি বিদ্যালয় পরিদর্শক মো. মঈনুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ অনুমোদন প্রদান করা হয়।
একইসাথে এডহক কমিটির অভিভাবক সদস্য মনোনীত হয়েছেন মাহবুব আলম ও শিক্ষক প্রতিনিধি মনোনীত হয়েছেন মোঃ আয়নুল হক। পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।