পঞ্চখণ্ড আই প্রতিবেদক : আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথমিক ফলাফলে বিজয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে ইলেকটোরাল কলেজ ভোটে বড় ব্যবধানে পরাজিত করেছেন তিনি।
ফলে ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ঐতিহাসিকভাবে প্রত্যাবর্তন করবেন ট্রাম্প।
দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হতে প্রয়োজন হয় ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোটের। সেই ম্যাজিক ফিগার এরই মধ্যে পেরিয়ে গেছেন ৭৮ বছর বয়সী ট্রাম্প। তিনি ম্যাজিক ফিগারের চেয়েও বেশি ভোট পেয়েছেন।
রিপাবলিকান এই প্রার্থী ২৭৭টি এবং ৬০ বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৪টি ইলেকটোরাল ভোট। তবে এখনও আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা হয়নি।
এদিকে, পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলিনা এবং জর্জিয়ার মূল যুদ্ধক্ষেত্র রাজ্যে জয়লাভ করার প্রত্যাশিত হওয়ার পরে ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে হ্যারিসের বিরুদ্ধে বিজয় ঘোষণা করেছিলেন।
রিপাবলিকান ফ্লোরিডায় উচ্ছ্বসিত জনতাকে ট্রাম্প বলেছিলেন, ‘আমেরিকা আমাদের একটি অভূতপূর্ব এবং শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে।’
সাতটি গুরুত্বপূর্ণ সুইং স্টেটের মধ্যে, ট্রাম্প উত্তর ক্যারোলিনা, উইসকনসিন, পেনসিলভানিয়া এবং জর্জিয়া জিতেছেন এবং মিশিগান, নেভাদা এবং অ্যারিজোনায় এগিয়ে রয়েছেন। কমলা হ্যারিস এখনও স্বীকার করেননি বা সমর্থকদের সম্বোধন করেননি।
আর চূড়ান্ত ফলাফল আসার আগেই হতাশ জনতা তার ওয়াচ পার্টি ছেড়ে চলে গেছে। রিপাবলিকানরাও গুরুত্বপূর্ণ আসনের একটি স্ট্রিং উল্টে ডেমোক্র্যাটদের কাছ থেকে সেনেট ফিরিয়ে নিয়েছে। সূত্র: আলজাজিরা ও বিবিসি।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯