পঞ্চখণ্ড আই ডেস্ক : সিলেটের বিয়ানীবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের দু'দিনের অভিযানে ৭টি মামলায় সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানকে ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত রবিবারের ন্যায় আজ সোমবার ( ২৮ অক্টোবর) সন্ধ্যায় বিয়ানীবাজার পৌরশহরের বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের পাইকারি ও খুচরাসহ সবজি বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। বিয়ানীবাজার পৌরশহরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেনীর ম্যাজিষ্ট্রেট কাজী শামীম।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানকালে বিভিন্ন দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও অতিরিক্ত দামে পণ্য বিক্রির অপরাধে ৭টি মামলায় ৬৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় এবং পণ্যের ক্রয় ও বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণসহ মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখার নির্দেশনা প্রদান করা হয়।
গত রোববার ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩৫ হাজার টাকা ও আজকের অভিযানে ৪টি মামলায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে ৩৩ হাজার টাকা জারিমানা আদায় করা হয়েছে। শহরের পাইকারী ডিমের আড়ৎ, কাঁচামালের আড়ৎ, চালের আড়ত থেকে এসব জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী শামীম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, এক শ্রেণির অসাধু সিন্ডিকেটের কারণে সাম্প্রতিক সময়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঘটেছে।
বিভিন্ন ধরণের সবজিসহ চাল, ডাল, ডিম, পেঁয়াজ, রসুন, আদা, তেল, মসলা ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বেশি দামে খাদ্য পণ্য বিক্রি করলে উপজেলা প্রশাসন কর্তৃক ব্যবস্থা নেয়া হবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯