পঞ্চখণ্ড আই ডেস্ক : বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) হলেন জেলা জজ মো. সাব্বির ফয়েজ। তাকে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক থেকে বদলি করে এ পদে দায়িত্ব দেয়া হয়েছে।
গত ২৫ অক্টোবর ২০২৪ এই নিয়োগ আদেশ জারি করা হয়। এর আগে বিচারক সাব্বির ফয়েজ বিভিন্ন জেলায় জেলা জজ হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ছিলেন হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন)। ওই পদেও তিনি দক্ষতা ও যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে অধস্তন আদালতের বিচারকদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিষ্ঠানটি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়ে থাকে।
জেলা জজ সাব্বির ফয়েজ'র গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রামে। তার পিতা হাজি মো: ফয়জুর রহমান ছিলেন রেলওয়ে বিভাগের স্টেশন মাস্টার। তার দাদা মুন্সী ফরমুজ আলীও (এল.এম.এফ) রেলওয়ে বিভাগে চাকুরী করতেন। চাকুরী শেষে তিনি বিয়ানীবাজারে 'মুন্সী ফার্মেসী'র ব্যবসা শুরু করেন। বর্তমানে তাঁর চাচা আজিজুর রহমান এই ফার্মেসির পরিচালক।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯