পঞ্চখণ্ড আই ডেস্ক : জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে বিয়ানীবাজার উপজেলার কিশোরী প্রতিষ্ঠানে অধ্যয়নরত ও প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে এইচপিভি টিকা কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের উদ্দেশ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দের সাথে সভা অনুষ্ঠিত হয়।
আজ সোমবার (২১ অক্টোবর) সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম জানান, সিলেট এলাকার ৩৪ হাজারের অধিক কিশোরীকে এ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ২৪ অক্টোবর থেকে বিয়ানীবাজার উপজেলায় এ কার্যক্রম শুরু হবে।
সমন্বয় সভার ফ্যাসিলেটর উপজেলা শিক্ষা অফিসার মৌলুদুর রহমান এর সভাপতিত্বে আরও বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মো: মনিরুল হক খান, আবাসিক মেডিকেল অফিসার ডা. দেব দুলাল চক্তবর্তী (আরএমও), একাডেমিক সুপারভাইজার আরিফুর রহমান, মেডিকেল টেকনোলজিস্ট তপন জ্যোতি ভট্টাচার্য প্রমুখ।
[caption id="attachment_2200" align="alignnone" width="300"] ছবি; বিয়ানীবাজার উপজেলায় অনুষ্ঠিত সমন্বয় সভা।[/caption]
বিয়ানীবাজার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সমন্বয় সভায় বলা হয়, জরায়ুমুখ ক্যানসার হিউম্যান প্যাপিলোমা ভাইরাসজনিত একটি প্রাণঘাতী প্রতিরোধযোগ্য রোগ। এ রোগ বাংলাদেশের নারীদের ক্যানসারজনিত মৃত্যুতে দ্বিতীয়। অতিরিক্ত সাদা স্রাব, দুর্গন্ধযুক্তস্রাবে, অনিয়মিত রক্তস্রাব, শারীরিক মিলনের পর রক্তপাত, মাসিক বন্ধ হওয়ার পর পুনরায় রক্তপাত, কোমর, তলপেট, উরুতে ব্যথা ইত্যাদি এ রোগের লক্ষণ। বাল্যবিয়ে, ঘন ঘন সন্তান প্রসাব, ধূমপায়ী, এইডস রোগী, প্রজনন স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন নন এমন নারীরা এই রোগের ঝুঁকিতে থাকেন। কিশোরী বয়সে এইচপিভি টিকা নিলে নারীদের জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধ করা যায়।
এইচপিভি টিকাদান কার্যক্রমে শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম থেকে ৯ম শ্রেণির ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নয় এমন ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের এক ডোজ এইচপিভি টিকা দেওয়া হবে। আগামী ২৪ অক্টোবর থেকে ১৮ কর্মদিবস এ কার্যক্রম পরিচালনা করা হবে। নিবন্ধনের জন্য প্রয়োজন হবে কিশোরীদের ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর। শুধুমাত্র নির্ধারিত ওয়েবসাইটে নিবন্ধিত কিশোরীরাই বিনামূল্যে এ টিকা পাবে।
এইচপিভি টিকা পাওয়ার যোগ্য ছাত্রী বা কিশোরীরা নিজেদের উদ্যোগে অথবা বিদ্যালয়ের সহযোগিতায় নিবন্ধন করতে পারবে। নিবন্ধনের পর ২৪ অক্টোবর থেকে বিদ্যালয়ের ক্যাম্পিং থেকে এবং যারা অধ্যায়নরত নয় তারা নিকটস্থ টিকাকেন্দ্র থেকে টিকা নিতে পারবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯