গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জের পল্লীতে স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ পাওয়া গেছে। খুনের দায়ে স্ত্রী নাদিয়া বেগমকে আটক করা হয়েছে। নিহত মাওলানা রুহুল আমিন (৩৭) একটা মসজিদে ইমামতি করতেন।
স্থানীয় ভাষ্য ও পুলিশ সূত্রে জানা যায়, গেল শুক্রবার রাতের কোনো এক সময় স্ত্রী নাদিয়া বেগম স্বামী রুহুল আমীনকে অচেতন বানিয়ে শ্বাসরুদ্ধ করে খুন করে খাটের নিচে লুকিয়ে রাখে। পরবর্তীতে ঘাতক স্ত্রী, রুহুল আমীনের পিত্রালয়ে গিয়ে তাদের আত্মীয় স্বজনকে জানান- তার স্বামী নিখোঁজ। তাকে পাওয়া যাচ্ছে না।
গতকাল শনিবার (১৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুরে এলাকাবাসীর সহায়তায় একটি ভাড়া বাসার খাটের নিচ থেকে মাওলানা রুহুল আমীন (৩৭) নামের এক ইমামের লাশ থানা পুলিশ উদ্ধার করে।
মাওলানা রুহুল আমিন এর বাড়ি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের লামা ডেমি গ্রামে। তিনি শহীদুর রহমানের পুত্র।
সূত্রমতে, নিহত মাওলানা রুহুল আমিন ১৫ দিন আগে দ্বিতীয় বিয়ে করেন। এর আগে ২০২০ সালে বিয়ে করা প্রথম স্ত্রী নাদিয়া বেগম। নতুন বিয়েকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণা।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ আব্দুন নাসের জানান, ময়না তদন্তের জন্য লাশটি এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রীকে আটক রাখা হয়েছে। আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯