পঞ্চখণ্ড আই ডেস্ক : বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের লাউঝারী গ্রামে আলহাজ্ব বদরুজ্জামান হাফিজিয়া মাদ্রাসার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ রোববার (২২ সেপ্টেম্বর) বেলা ২ টায় আলহাজ্ব বদরুজ্জামান হাফিজিয়া মাদ্রাসার অডিটোরিয়ামে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ অনুষ্ঠান পালিত হয়।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব বদরুজ্জামান এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট জেলা ও দায়রা জজ ও শ্রম আদালতের চেয়ারম্যান নুরুল আলম মুহাম্মদ নিপু বলেন, ইসলামি প্রতিষ্ঠান আমাদের সকলের। আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দোয়া করছি যেন এ প্রতিষ্ঠানের যে সুনাম আছে সে সুনাম যেন আগামিতেও অক্ষুন্ন থাকে। আর যাঁরা এ প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন তাদেরকে যেন আল্লাহ সেই তৌফিক দান করেন। আর আমাদের ছাত্রদেরকে যেন ধৈর্য ধারণ করে একটি সুষ্টু সুন্দর জীবন গড়ার শক্তি দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও কলামিস্ট দাসউরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব দাসউরা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি নজমুল ইসলাম, কুড়ারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুতিউর রহমান তোতা, মাস্টার জিয়াউল ইসলাম, কুড়ারবাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আতিকুল ইসলাম প্রমুখ ।
সমাপনী বক্তব্যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব বদরুজ্জামান বলেন, এই কুরআনের উৎসব আবহ আবিষ্ট হোক সকলের মনে। সকলের সহযোগিতা চাই। জয় হোক, মুসলিম জাগরণের।
২০০৬ সাল থেকে চলমান আলহাজ্ব বদরুজ্জামান হাফিজিয়া মাদ্রাসার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতে মাদ্রাসার ফলাফল বর্ণনা দিয়ে প্রতিষ্ঠানের বিবরণ তোলে ধরেন হাফিজ মৌলানা হোসাইন আহমদ। অত:পর অতিথিদের কাছ থেকে মেধাবীরা সম্মাননা স্মারক গ্রহণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন আতিকুর রহমান ও মোনাজাত পরিচালনা করেন মৌলানা আব্দুল মান্নান।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯