পঞ্চখণ্ড আই ডেস্ক : বিয়ানীবাজার থানায় আরও দুটি হত্যা মামলা রুজু হয়েছে। এ সংবাদটি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ওসি অকিল উদ্দিন আহমদ।
রজ্জুকৃত দুই মামলায় সাবেক সাংসদ নুরুল ইসলাম নাহিদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান, সদ্য বিদায়ী উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, এডভোকেট আব্বাস উদ্দিন সহ ৫৮ জনের নামোল্লেখ করে উভয় মামলায় অজ্ঞাত ৭০ থেকে ৯০ জনকে আসামি করা হয়েছে।
বিয়ানীবাজারে ৫ আগস্ট সরকার পতনের পর সংঘটিত সংঘর্ষে নিহত ময়নুল ইসলাম (৪২) এবং রায়হান উদ্দিন (১৮) এর পরিবারের পক্ষ থেকে ২৬ আগস্ট বিয়ানীবাজার থানায় পৃথক পৃথক দুটি হত্যা মামলা রুজু করা হয়েছে।
২৬ আগস্ট নিহত ভিকটিম ময়নুল ইসলাম (৪২) এর পরিবারের পক্ষে তার স্ত্রী বাদী শিরিন বেগম এর দায়েরকৃত এজাহারের প্রেক্ষিতে বিয়ানীবাজার থানার মামলা নং-০৭, ধারা- ১৪৭/১৪৯/৩০২/১১৪/১০৯ পেনাল কোড রুজু হয়।
এতে সাবেক শিক্ষামন্ত্রী ও সাংসদ নুরুল ইসলাম নাহিদ, নাছির উদ্দিন খান, আতাউর রহমান খান, আব্বাস উদ্দিন আহমদ, আবুল কাশেম পল্লব দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, জুয়েল আহমদ, সুমন আহমদ (বিমল চন্দ) সহ এজাহারনামীয় মোট ২৮ জন এবং অজ্ঞাত ৮০/৯০ জন কে আসামী করা হয়েছে।
একইদিনে নিহত রায়হান উদ্দিন (১৮) এর পরিবারের পক্ষে তার ভাই বোরহান উদ্দিন (৩১) এর দায়ের কৃত এজাহারের প্রেক্ষিতে বিয়ানীবাজার থানার মামলা নং-০৮, ধারা- ১৪৭/১৪৯/৩০২/১১৪/১০৯ পেনাল কোড রুজু হয়।
এ মামলায় সাবেক সাংসদ নুরুল ইসলাম নাহিদ, নাছির উদ্দিন খান, আতাউর রহমান খান, আব্বাস উদ্দিন আহমদ, আবুল কাশেম পল্লব, জামাল হোসেন, এবাদ হোসেন সহ এজাহার নামীয় ৩০ জন এবং অজ্ঞাত ৭০/৮০ জন কে আসামী করা হয়েছে। রুজুকৃত মামলা দুটির তদন্ত চলমান রয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯