পঞ্চখণ্ড আই ডেস্ক : রাজনৈতিক পটপরিবর্তনের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনে। সম্প্রতি খেলাধুলার প্রায় সব ক্ষেত্রে সংস্কারের দাবি জানানো হয়। ক্রিকেট বোর্ডে তো নতুন সভাপতিও চূড়ান্ত করা হলো। অন্য ক্রীড়া সংস্থাগুলোতেও পরিবর্তনের হাওয়া লাগতে শুরু করেছে। এরই মধ্যে গত বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাঠানো চিঠিতে দেশের সব বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা, সব বিভাগীয় ও জেলা মহিলা ক্রীড়া সংস্থা, সব উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা মহিলা ক্রীড়া সংস্থা ভেঙে দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সব ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির অনুমোদন দেবে জাতীয় ক্রীড়া পরিষদ।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের চিঠি:
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব এস. এম. হুমায়ুন কবীর স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, উল্লিখিত ক্রীড়া সংস্থাগুলোতে সবার কাছে গ্রহণযোগ্য ক্রীড়ানুরাগী/ক্রীড়া সংশ্লিষ্ট/ ক্রীড়া সম্পৃক্ত সম্মানিত ব্যক্তিদের সমন্বয়ে স্ব-স্ব ক্ষেত্রে অ্যাডহক কমিটি গঠন করে তার অনুমোদনের জন্য জাতীয় ক্রীড়া পরিষদে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
উপজেলা ক্রীড়া সংস্থা গঠনের এখতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)। জেলা ক্রীড়া সংস্থা গঠন করেন জেলা প্রশাসক।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯