পঞ্চখণ্ড আই ডেস্ক : সরকারি চাকুরী কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে ফের সক্রিয় করা হচ্ছে ‘সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি। এ উপলক্ষে গতকাল (৩১ জুলাই) বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের সভাকক্ষে কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাসিক সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম বলেন, সন্ত্রাসী ও নাশকতাকারীদের প্রতিরোধ করতে জনসচেতনতা বৃদ্ধি করা এখন সময়ের দাবি। কেবল সরকার কিংবা আইনশৃংখলা বাহিনী নাশকতা দূর করতে পারবে না। সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে সমাজের সকল শ্রেণির মানুষকে এগিয়ে আসতে হবে। সভায় আলোচনা শেষে তিনি ইউনিয়ন কমিটিগুলো পুনর্গঠনের উপর গুরুত্বারোপ করেন।
বিয়ানীবাজার উপজেলা প্রশাসন আহুত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন খান, সহকারি কমিশনার (ভূমি) কাজী শারমিন নেওয়াজ, স্বাস্থ্য কর্মকর্তা ডা: মনিরুল হক খান, কৃষি কর্মকর্তা লোকমান হেকিম, পুলিশ পরিদর্শক (তদন্ত) লুৎফুর রহমান, ইউপি চেয়ারম্যান তুতিউর রহমান তোতা, চেয়ারম্যান জহুর উদ্দিন, চেয়ারম্যান দেলোওয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের সদস্য জাকির হোসেন প্রমুখ।
উল্লেখ্য, বিতর্ক এড়াতে যাচাই-বাছাইক্রমে কমিটিতে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, অভিভাবক, ধর্মীয় ইমাম/পুরোহিত, সাংবাদিক, উদ্যমী যুবকসহ পরিচ্ছন্ন ইমেজধারীদেরকে অন্তর্ভুক্তির জন্য বলা হয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯