সিলেটে অতিবর্ষণ
পঞ্চখণ্ড আই ডেস্ক : সিলেট নগরীর চামেলীবাগে টিলাধসে এক পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৭টার দিকে টিলাধসে মাটিচাপা পড়েন একই পরিবারের সাতজন। তাৎক্ষণিক চারজনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা গেলেও বাকি তিনজন মাটিচাপা পড়া ছিলেন। পরে প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর সেনাবাহিনীর চেষ্টায় তিনজনকে মৃত উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতরা হলেন চামেলীবাগ ২ নম্বর সড়কের ৮৯ নম্বর বাড়ির মৃত রফিক উদ্দিনের ছেলে করিম উদ্দিন (৩১), তার স্ত্রী শামীমা আক্তার রোজী (২৫) এবং তাদের সন্তান তানিম (২)।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘এখন বর্ষা মৌসুম। বর্ষায় টিলায় ভূমিধসের ঘটনা প্রায়ই আমরা দেখতে পাই। ঝুঁকিপূর্ণ টিলার আশপাশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার ব্যবস্থা নেয়া হবে। টিলায় নিহতদের পরিবারকে ঘর নির্মাণ করে দেয়া হবে।’
সিসিকের ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম জানান, টিলার পাদদেশে রহিম উদ্দিন ও তার ভাই করিম পরিবার নিয়ে বসবাস করতেন। তারা স্থানীয় বাসিন্দা। ভোর ৬টার দিকে বৃষ্টির সময় টিলাধসে ঘরের ওপর পড়ে গেলে তারা চাপা পড়েন।
সিলেট ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মনিরুজ্জামান বলেন, ‘ফায়ার সার্ভিসের তিনটি দল উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। সঙ্গে সেনাবাহিনীর সদস্যরাও ছিলেন।’
সিলেট আবহাওয়া অফিসের সহকারী পরিচালক সজীব হোসাইন জানান, গতকাল সকাল ৬টা-৯টা পর্যন্ত ১৩৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯