পঞ্চখণ্ড আই ডেস্ক: বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে এবার ৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২১জন প্রার্থী। তন্মধ্যে ১৪ জন প্রার্থীই জামানত হারিয়েছেন। নির্বাচনী বিধি অনুসারে যারা জামানত রক্ষার ভোট সংখ্যার (মোট কাস্টিং ভোটের শতকরা ১৫ ভাগ) নিচে অবস্থান করেছেন তারাই জামানত হারিয়েছেন।
সেই নিরিখে বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের ৯ প্রতিদ্বন্দ্বীর মধ্যে জামানত হারিয়েছে ৬ জন। তারা হলেন- বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান খান (টেলিফোন- ৪৯৫৭ ভোট), উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন (আনারস- ২৪৫১ ভোট), সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ জাকির হোসেন (কৈ মাছ- ১২৭৬ ভোট), সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আব্দুল বারী (দোয়াত কলম- ১২৯১ ভোট), বিয়ানীবাজার সরকারি কলেজের খন্ডকালীন প্রভাষক সাংবাদিক মোঃ জহির উদ্দিন (ঘোড়া- ৯২৪ ভোট) এবং প্রবাসী বিএনপি নেতা মোঃ জাকির হোসেন সুমন (কাপ-পিরিচ- ২৬৬৩ ভোট )। এ পদে বৈধ কাস্টিং ভোটের সংখ্যা ছিল ৬৮৪৫৬ টি ও জামানত রক্ষার ভোটের সংখ্যা ১০২৬৮ টি।
এবারের ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থীর মধ্যে ৬ প্রার্থীই জামানত হারিয়েছেন। তারা হলেন- মোঃ খালেদুর রহমান (উড়োজাহাজ- ৭৫৬৩ ভোট), মোঃ জসিম উদ্দিন (টিউবওয়েল- ৭০৬৮ ভোট), সায়দুল ইসলাম (মাইক- ৬৩৪৫ ভোট), জামাল উদ্দিন (টিয়া পাখি- ৫০২০ ভোট) এবং সুহেল আহমদ রাশেদ (চশমা- ৩৮৬৭ ভোট)। এ পদে মোট বৈধ কাস্টিং ভোটের সংখ্যা ছিল ৬৮৪৩৭ টি। জামানত রক্ষার ভোটের সংখ্যা ১০২৬৫ টি।
এবার মহিলা ভাইস চেয়ারম্যান পদের ৪ জন প্রার্থীর মধ্যে দু'জন জামানত হারিয়েছে। তারা হলেন- জাহানারা বেগম (কলস- ৬৭৭৭ ভোট) এবং রোমানা আফরোজ (বৈদ্যুতিক পাখা- ৫৮০৬)। এ পদে মোট বৈধ কাস্টিং ভোটের সংখ্যা ছিল ৬৭৯২৫ টি। জামানত রক্ষার ভোটের সংখ্যা ১০১৮৮ টি।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯