"ট্রেনিং সেন্টার থেকে শিক্ষক নিখোঁজ" শিরোনামে সংবাদ প্রকাশের পরই কতৃপক্ষের হস্তক্ষেপে বিয়ানীবাজার উপজেলার মুল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা কামাল সরদার তাৎক্ষণিক এসএসসি কেন্দ্রের বহি:পরিদর্শক পদ থেকে অব্যাহতি নিয়ে প্রশিক্ষণে অননুমোদিত অনুপস্থিতির জন্য ক্ষমা চেয়ে ইউআইটিআরসিই, বিয়ানীবাজার কেন্দ্রের সহকারী প্রোগ্রামার বরাবর অপরাহ্নে লিখিত আবেদন জানিয়েছেন এবং বিয়ানীবাজার মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মৌলদুর রহমান-কে অবহিত করেছেন।
সংবাদের বিবরণে প্রকাশ, ইউআইটিআরসিই, বিয়ানীবাজার কেন্দ্রে বেসিক আইসিটি ট্রেনিং ফর টিচার্স প্রশিক্ষণের আজ ছিল ৮ম দিন। মার্চ ২০২৪খ্রি.) ৮ম দিন। ৮ম দিনে প্রশিক্ষণের উপস্থিতি সীটে স্বাক্ষর করে নিজ বিদ্যালয়ের পরীক্ষা ভ্যানু কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষার পর্যবেক্ষক হিসেবে বিনা অনুমতিতে যোগদান করেন। একই ব্যক্তি একই সময়ে দু'টি সম্মানি কিভাবে ভোগ করবেন, এ নিয়ে সংশ্লিষ্ট শিক্ষকের চতুরতা নিয়ে প্রশ্ন উঠায় দায়িত্বশীল কতৃপক্ষের হস্তক্ষেপে একটি দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯