সিলেটের বিয়ানীবাজার উপজেলা শাখার বাংলাদেশ শিক্ষক সমিতির ( বাশিস) বেসরকারি শিক্ষকদের কমিটি নির্বাচন করা হয়েছে। গতকাল (৮ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার ত্রি- বার্ষিক সন্মেলন বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। সম্মেলনের মাধ্যমে জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুদ দাইয়ান-কে সভাপতি, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কান্তি তালুকদার-কে সচিব, দাসউরা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মিছবাহ উদ্দিন -কে অর্থ সচিব ও কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান -কে সাংগঠনিক সচিব করে ৩৭ সদস্য সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
ত্রি-বার্ষিক সম্মেলনের আলোচনা পর্বে বিদায়ী সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাশিস কেন্দ্রীয় কমিটির মহাসচিব আব্দুর রহমান। প্রধান বক্তা ছিলেন সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাবিদ আলী আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাশিস কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মো: মজির উদ্দিন আনসার, বাশিস, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সুলতান নূরী।
সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ললিত মোহন বিশ্বাস ও মো: মিছবাহ উদ্দিন-এর যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান দাসউরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আতাউর রহমান, খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আব্দুল মালিক, জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুদ দাইয়ান। এছাড়াও বিভিন্ন ইউনিটের পক্ষে বক্তব্য রাখেন নালবহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল আহমদ, দেউলগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিফতাউল বর চৌধুরী, আছিরগঞ্জ উচ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মো শফিউল আলম, পঞ্চখণ্ড আঙুরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মো: হাকিম, মাথিউরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খছরুল আলম, কুড়ারবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রেজাউল করিম, খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতন সহকারী প্রধান শিক্ষক অমলেন্দু দে, দক্ষিণ মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ললিতমোহন বিশ্বাস, শেওলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুরুল হক, জলঢুপ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুছব্বির আলী, বাহাদুরপুর উচ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রত্নময় দাস, দুবাগ আইডিয়াল একাডেমির সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আবু মুছা, বাগবাড়ি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: আজিজুর রহমান, ঘুঙ্গাদিয়া বড়দেশ বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সমীরন তালুকদার, লাউতা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রউফ, বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুস সাত্তার, কাকরদিয়া তেরাদল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছায়েদুল হাকিম, দি নিউ জেনারেশন আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: শফিকুল ইসলাম, কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: শাহীদুর রহমান, পাতন আব্দুল্লাহপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমান, মুল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: সামছুল আলম, সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়ছল আহমদ, চারখাই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছালেহ আহমদ তাপাদার, বালিঙ্গা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাহার উদ্দিন প্রমুখ।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও অর্থ সচিব অসীম কান্তি তালুকদার এর শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা শুরু হয়। পরবর্তীতে সভায় বিগত কমিটির সম্পাদকীয় প্রতিবেদন ও আর্থিক প্রতিবেদন পাঠ করা হয়। সম্পাদকীয় বক্তব্য রাখেন সচিব খালেদ আহমদ।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯