1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১০:১৬ অপরাহ্ন

মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৩৪৪ বার পড়া হয়েছে

বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের দিঘলবাক এলাকায় নিজ বাড়ির সামনে অটোরিক্সার ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মাহমুদ হোসেন। তাঁর বাড়ির শেওলার দিঘলবাক গ্রামে।

স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেল নিয়ে বের হয়ে মাহমুদ হোসেন বালিঙ্গা নয়াবাজারে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে নিজ বাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিক্সা তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু ঘটে।

মুহূর্তে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে ভীড় করেন। এ ঘটনায় এলাকা জুড়ে শোক বিরাজ করছে। মাহমুদের পরিবারের সদস্যদের আহাজারিতে শোকে বিহব্বল এলাকাবাসী।

খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে মরদেহ সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট