রমজানের আগে উপজেলা পরিষদের নির্বাচন শুরু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এই সময়ের মধ্যে প্রথম ধাপে নির্বাচন উপযোগী কিছু উপজেলার ভোট সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। মোট পাঁচ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন হতে পারে। এদিকে আগামী সপ্তাহে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
ফেব্রুয়ারিতে এই নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে।
গতকাল মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেছেন, আগামী সপ্তাহে কমিশন সভায় সংরক্ষিত নারী আসনের নির্বাচনের বিষয়টি তোলা হবে। কমিশনের সম্মতি মিললে ফেব্রুয়ারিতে সংরক্ষিত আসনের ভোট হবে।
অতিরিক্ত সচিব আরো বলেন, ‘সংসদ থেকে আমরা সংসদ সদস্যদের ভোটার তালিকা পেয়েছি। ভোটার তালিকা যেভাবে প্রকাশ করা হয়, সেভাবে সংসদে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। প্রকাশ হওয়ার পর যদি কোনো আপত্তি না থাকে, সেটাই ভোটার তালিকা হবে। পরবর্তীকালে কমিশনের অনুমোদনক্রমে তফসিল ঘোষণা করা হবে।
উপজেলা পরিষদ নির্বাচন প্রশ্নে ইসির অতিরিক্ত সচিব বলেন, নির্বাচন উপযোগী ৪৮৫ উপজেলার তালিকা তাঁরা হাতে পেয়েছেন। সে অনুযায়ী নির্বাচন করার জন্য ইসি সচিবালয় প্রস্তুত আছে। কমিশন সিদ্ধান্ত দিলে উপজেলা পরিষদের তফসিল ঘোষণা হতে পারে। রোজা শুরুর আগেই উপজেলার ভোট হওয়ার সম্ভাবনা আছে।
অশোক কুমার দেবনাথ আরো বলেন, ২০১৯ সালের মার্চের দিকে উপজেলা নির্বাচন শুরু হয়েছিল।
আইনে মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিন আগে নির্বাচন করতে হয়। সে হিসাবে সব উপজেলাই নির্বাচনযোগ্য হয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯