আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে নৌকা মার্কার সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনকে স্মার্ট ও আধুনিক গড়ার জন্য সকলের সহযোগিতা চেয়ে এবারের নির্বাচনকে জীবনের শেষ নির্বাচন জানিয়ে উন্নয়নের স্বার্থে সকলের কাছে নৌকায় ভোট চাইলেন।
এতদঞ্চলের রাস্তাঘাটসহ সকল অসমাপ্ত কাজ দ্রুত সমাপ্ত করা ও সিলেট-চারখাই সড়ক ৬ লেনে উন্নীত করে আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সমাজ ব্যবস্থা গড়ে তুলতে আরেকটিবার তাঁকে বিজয়ী করার আহবান জানালেন নৌকার প্রার্থী নুরুল ইসলাম নাহিদ।
বুধবার (৩ জানুয়ারি) বিকেলে বিয়ানীবাজার পৌরশহরে বিয়ানীবাজার উপজেলার আওয়ামী লীগ আয়োজিত নৌকার নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন তিনি।
জনসভায় নৌকার প্রার্থী নুরুল ইসলাম নাহিদ বলেন, বিগত ১৫ বছরে সারা বাংলাদেশের মত করেই সিলেট-৬ আসন এলাকার উন্নয়ন করা হয়েছে। অবহেলিত গোলাপগঞ্জ-বিয়ানীবাজার কে আমরা সুন্দর ভাবে উন্নয়নের মাধ্যমে সাজিয়ে তুলেছি। আমরা এ আসনকে উন্নত, স্মার্ট ও আধুনিক এলাকা হিসেবে গড়ে তুলবো।
তিনি বলেন, আমি বিশ্বাস করি আপনারা সকলে উন্নয়নের পক্ষে আছেন। আপনারাও চান দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকুক। আসুন উন্নয়নের জন্য সকলেই নৌকা মার্কার পক্ষে অবস্থান করি।
বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়ালের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ শমসের জামালসহ বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতারা।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯