গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা নিয়ে গঠিত সিলেট-৬ সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক সাংবাদিক সম্মেলনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় প্রার্থী হিসেবে এমপি নাহিদের নাম ঘোষণা করেন।
উল্লেখ্য যে, এ আসন থেকে নুরুল ইসলাম নাহিদ ইতিপূর্বে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আওয়ামীলীগের দলীয় ১৫ জন মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ফের নাহিদের ওপর ভরসা রেখেছেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।